Class IX MIL
ডাইনি প্রশ্ন — ডাইনি প্রথা যে কুটিল সমাজেরই সৃষ্টি, এর সপক্ষে যুক্তি দাও। উত্তর — ‘ডাইনি’ গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডাইনি প্রথার বিশ্বাসযোগ্যতা পাঠকের অনুমানের উপর ছেড়ে দিয়েছেন। এখানে ফুটে উঠেছে একটি স্বাভাবিক মেয়ের ডাইনি হয়ে ওঠার কাহিনি। সরা নামের মেয়েটির চেহারার বৈশিষ্ট ছিল ছোট কপাল, একটু লালচে ঘন একরাশ চুল, টিকালো নাক, ছোট চোখে খয়েরি রঙের তারা, তীক্ষ্ণ চাহনি ইত্যাদি। ডাইনির কল্পিত চেহারার সঙ্গে এর যথেষ্ট মিল ছিল বলে তাকে সন্দেহ করত সবাই। ধীরে ধীরে এই সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। তারপর কয়েকটি কাকতালীয় ঘটনায় এই বিশ্বাস হয়ে ওঠে সিদ্ধান্ত। সে নিজেও বিশ্বাস করতে শুরু করে যে সে একজন ডাইনি। এইভাবেই সমাজ একজন স্বাভাবিক মানুষকে ডাইনি বানিয়ে দেয়। আসলে ডাইনি বলে কিছু নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রভাবে এইসব ধারণার জন্ম হয়। আজও ভারতের বিভিন্ন প্রান্তে এইভাবেই ডাইনি হত্যার শিকার হচ্ছে মানুষ। প্রত্যুপকার প্রশ্ন : ‘প্রত্যুপকার’ নামকরণের সার্থকতা...