Class X MIL
বিজয়া দশমী প্রশ্নঃ ‘বিজয়া দশমী’ কবিতার সারাংশ লিখ। উত্তরঃ আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বিজয়া দশমী’ সনেটে কবির জন্মভূমির প্রতি আকর্ষণ ব্যক্ত হয়েছে। শুধু জন্মভূমির মাটি নয়, তার উৎসব ও সংস্কৃতির সঙ্গে অন্তরের গভীর টান সফল ভাবে প্রকাশ পেয়েছে। বাঙালির প্রধান উৎসব দূর্গাপূজা। দেবী দূর্গা বা উমাকে বাঙালি নিজের কন্যার মতই বরণ করে। সারাটি বছর এই চার দিনের জন্য অপেক্ষা করা হয়। শেষ দিন অর্থাৎ দশমী বিসর্জন শোকে আচ্ছন্ন থাকে। কবি নবমীর রাত্রিকে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। মানুষ রাত্রিবেলা দিনের আশায় চেয়ে থাকে। মাইকেল কিন্তু সেই রাত্রিকে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কারণ নবমীর এই রাত্রি শেষেই দশমী। দেবী দূর্গার সঙ্গে বিসর্জন হয় তিন দিনের আনন্দও। বাঙালি আরও একটি বছর অপেক্ষা করবে বিরহের যন্ত্রণা নিয়ে। তিন দিন ঘরে ঘরে দীপ জ্বলে অন্ধকার দূর করে, মন্ত্র ও সঙ্গীতের মধুর সুর বেদনা ভুলিয়ে দেয়। এই আলো ও আনন্দ চলে যাওয়ার পর অন্ধকার ও বেদনা আ...